জেএসসি (JSC) পাশে ২০০ জনকে নিয়োগ দেবে শপআপ।

                     অনলাইন ডেস্কঃ

                    Time:10:11 pm

                           প্রকাশঃ

২৫ আষাঢ়  ১৪৩০ বঙ্গাব্দ,বর্ষাকাল,০৯ জুলাই-রবিবার, ২০২৩ খ্রিস্টাব্দ,২০ জ্বিলহজ্জ, ১৪৪৪ হিজরি। 

            

 ২০০ জনকে নিয়োগ দেবে শপআপ।



আবেদন লিংকঃ https://shopup.com.bd/


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শপআপ। প্রতিষ্ঠানটিতে বিক্রয় প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ


বিক্রয় প্রতিনিধি।  


পদসংখ্যা


২০০ জন


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা


প্রার্থীকে জেএসসি পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবশ্যই মোহাম্মদপুর/খিলগাঁও/বনশ্রী এরিয়া তে কাজের জন্য আবেদন করবেন।


কর্মস্থল


ঢাকা, ঢাকা (আদাবর, খিলগাঁও, ঢাকা উদ্যান, ধানমণ্ডি, ধানমণ্ডি ২৭, ধানমণ্ডি ৩২, বনশ্রী, বাড্ডা, মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, মোহাম্মদপুর হাউজিং, রামপুরা, লালমাটিয়া, শ্যামলী।


বেতন


৭০০০ – ১৪০০০/- (মাসিক )।


টেলকো ডিস্ট্রিবিউশন ব্যবসা তে পারফরমেন্স বোনাসে বেশি জোর দেওয়া হয়। মূল বেতনের পাশাপাশি ইন্সেন্টিভ রয়েছে , বছরে রয়েছে দুইটি পারফরম্যান্স বোনাস , এছাড়া কোম্পানির পলিসি অনুযায়ী আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে


আবেদন প্রক্রিয়া


প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ


৩১ জুলাই, ২০২৩।


সূত্র : বিডিজবস


মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত - ৩


১৩ টি সুনামধন্য (Pharmaceutical) নামি দামি ঔষধ কোম্পানি তে চাকরির বিজ্ঞপ্তি 


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ-


৭০ পদে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি -


ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি -



মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের।

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম।


অবসর নাকি অধিনায়কত্ব ছাড়বেন, কোন পথে হাঁটবেন তামিম?


সাকিব-তামিমকে ছাড়া তৈরি হতে বললেন লিটন,


অবশেষে তামিম সম্পর্কে  মুখ খুলেছেন -মাশরাফি বিন মর্তুজা। 


৩১৩ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) এ নিয়োগ বিজ্ঞপ্তি -


৩০৪ পদে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল প্রাঃ লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি -














  















সূত্রঃ প্রথম আলো

Post a Comment

0 Comments