অনলাইন ডেস্কঃ
Time:02:27 pm
প্রকাশঃ
২২ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,বর্ষাকাল,- বৃহস্পতিবার, ০৬ জুলাই-২০২৩ খ্রিস্টাব্দ,১৭ জ্বিলহজ্জ, ১৪৪৪ হিজরি।
সাকিব-তামিমকে ছাড়া তৈরি হতে বললেন লিটন,
সাকিব-তামিমকে ছাড়া দলের এই বদল নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন এই টেস্টের অধিনায়ক লিটন দাস। লিটন বলেন, ‘এটি ঠিক বদল না। নিউজিল্যান্ডেও আমরা সাকিব ভাই, তামিম ভাইকে ছাড়া জিতেছি। আমরা তরুণ দল ছিলাম। যখন আমরা বাইরে গিয়ে জিতলাম, আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছিল যে, কষ্ট সাফল্যের হার বাড়ায়।’
এখন যারা দলে সিনিয়র, একটা সময় পর তারা থাকবেন না। এটিই স্বাভাবিক। তাদের ছাড়া খেলতে শিখতে হবে। নইলে হুট করে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে। কয়েক বছর পর সিনিয়রদের না থাকার প্রসঙ্গটা যেন আগে থেকেই জানিয়ে রাখলেন লিটন দাস।
লিটন বলেন, ‘দুই তিন বছর পর গিয়ে তিন-চারজন সিনিয়র খেলোয়াড়কে পাবেন না। এখন থেকে এটা যদি সামলাতে না পারে, তাহলে হুট করে বদলানো কঠিন। পাইপলাইনে যারা আছে, তারা সামর্থ্যবান। আস্তে আস্তে উন্নতি করছে।’
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।