লক্ষ্য করুনঃ প্রাইভেসি পলিসি পেজ জেনারেটর
প্রাইভেসি পলিসি বা গোপনীয়তার নীতি পেজ কি?
আপনার ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি বা গোপনীয়তার নীতি পেজটি অনেক গুরুত্বপূর্ণ একটি পেজ। এখানে আপনার ওয়েবসাইটের ইউজারদের প্রাইভেসি সম্পর্কে সকল শর্ত ও সাধারণ ধারণা দেওয়া থাকে।
এই পেজটি কেন গুরুত্বপূর্ণ?
গুগল, ফেসবুক সহ আরোও অনেক বিখ্যাত প্ল্যাটফর্ম গুলোতে এই পেজটির গুরুত্ব অনেক। আপনি যদি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন কিন্তু আপনার ওয়েবসাইটে গোপনীয়তার নীতি বা প্রাইভেসি পলিসি পেজ না থাকে তাহলে আপনাকে গুগল আপনার ওয়েবসাইটকে পলিসি ভায়োলেশন কারণ দেখিয়ে রিজেক্ট করে দিবে। আপনি অ্যাডসেন্স পাবেন না! আবার আপনার ওয়েবসাইটের জন্য গুগলের বিশেষ কিছু এপিআই ইন্টিগ্রেট করতে যাবেন তখন গুগল আপনার থেকে এই পেজের লিংকটা অবশ্যই চাবে এবং এই পেজের লিংক দেওয়ার আবশ্যক! ফেসবুকের ডেভেলপার অ্যাকাউন্টে যদি আপনি কোনো অ্যাপ ক্রিয়েট করতে যান তাহলে সেখানেও আপনার এই পেজের লিংকটি দেওয়া বাধ্যতামূলক!
কিভাবে বাংলা ওয়েবসাইটের জন্য একটি প্রাইভেসি পলিসি অথবা গোপনীয়তার নীতি পেজ বানাবো?
বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটের জন্যই একটি প্রাইভেসি পলিসি অথবা গোপনীয়তার নীতি পেজ বানানোর টুল রয়েছে এসইও বঙ্গতে। আপনাকে শুধু আপনার ওয়েবসাইটের কিছু ব্যাসিক তথ্য দিয়ে আমাদের টুলে সাবমিট করলেই একদম সোর্স কোড সহ একটি সুন্দর প্রাইভেসি পলিসি পেজ অর্থাৎ গোপনীয়তার নীতি পেজ ক্রিয়েট হয়ে যাবে। আপনার কাজ শুধু কপি করে পেস্ট করে আপনার ওয়েবসাইটে বসানো! ব্যাস!!!!!!
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।