অনলাইন ডেস্কঃ
Time:07:34 pm
প্রকাশঃ
২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,বর্ষাকাল,১০ জুলাই-সোমবার, ২০২৩ খ্রিস্টাব্দ,২১ জ্বিলহজ্জ, ১৪৪৪ হিজরি।
মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত - ০৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ৩০ জন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ৩০ জন।
সোমবার (১০ জুলাই) শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসনাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।
জানা গেছে, রোববার (৯ জুলাই) বিকেলে হাসনাবাদ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল ও মালদার এই দুই পক্ষের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সরাইমরল পক্ষের নুরুল হক ও বাবুল মিয়া নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে মালাদার পক্ষের শাহজাহান মিয়া নামে আরেকজন ছাতক কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
অনলাইন ডেস্কঃ
Time:07:34 pm
প্রকাশঃ
২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ,বর্ষাকাল,১০ জুলাই-সোমবার, ২০২৩ খ্রিস্টাব্দ,২১ জ্বিলহজ্জ, ১৪৪৪ হিজরি।
ফাঁকা বাড়িতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
ঝালকাঠির নলছিটি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১০ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বরিশাল র্যাব-৮-এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নলছিটি উপজেলার কুশঙ্গল গ্ৰামের মো. এসকেন হাওলাদারের ছেলে মো. হাবিব হাওলাদার (৫০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ভুক্তভোগী তরুণী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তার মা দোকানে ওষুধ আনতে গেলে খালি ঘরে একা পেয়ে হাবিব তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
র্যাব জানান, রোববার (৯ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ ও খুলনা র্যাব-৬ এর যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হাবিব হাওলাদারকে খুলনা জেলার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
৩১৩ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) এ নিয়োগ বিজ্ঞপ্তি -
৩০৪ পদে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল প্রাঃ লিঃ এ নিয়োগ বিজ্ঞপ্তি -
১৩ টি সুনামধন্য (Pharmaceutical) নামি দামি ঔষধ কোম্পানি তে চাকরির বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (bwdb) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ-
৭০ পদে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি -
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি -
সূত্রঃ প্রথম আলো
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।