এমএ (MA) পাশ করার পর জীবন গড়ার চিন্তা অযুক্তিক।


অনলাইন ডেস্কঃ


Time:11:17 am


১০ জ্যৈষ্ঠ,১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল,- বুধবার, ২৪ মে-২০২৩ খ্রিস্টাব্দ,৩ জ্বিলকদ, ১৪৪৪ হিজরি।



আজ কোটার দাপটে অটোপাশের মতো লোকেরাও প্রাথমিক বিদ্যালয় চাকরি করে,,যা আগামী নতুন প্রজন্ম কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

 

যারা মনে করেন এমএ পাশ করে তার পর জীবনে বড় কিছু হবো এ ধারনা টা চরম ভুল সিদ্ধান্ত, তার কারণ আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তাতে শুধু শেখানো হয় লেখাপড়া করলেই চাকরি পাওয়া যায়,প্রাকটিকাল বাস্তব কোনো কাজ শিক্ষা প্রতিষ্ঠান শিখায় না,,শেখার জন্য কোনো পরামর্শ ও দেওয়া হয় না,যার কারণে আজ বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার রাস্তায় ঘুরে।এর জন্য দায়ি সরকার ও দেশের শিক্ষা ব্যবস্থা।



এর সমাধান শিক্ষার পাশা পাশি বাস্তব মুখি কাজের ব্যবস্থা করা এবং পাশের হার % অনেক কমিয়ে আনতে হবে।


তা না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।







 #SabilaNur: 

যদি অভিনয় ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র্যাজুয়েশন করতো তাহলে হয়তো তার আজকে একটা ২০-৩০ হাজার টাকার চাকরি থাকতো কিন্তু আজকের এই অবস্থান (সেলিব্রেটি) ইনকাম  হয়তো তার থাকতো না।👩‍🎓



#SakibAlHasan:

 যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন করতো তাহলে আজকে সেও হয়তো ২০-৩০ হাজার টাকার চাকরি করতো৷ কিন্তু ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ প্রায় ১০০ কোটি টাকারও বেশি মালিক। 👨‍🎓



টাকা কামানোর জন্য পড়ালেখা করা আসলেই সবচেয়ে খারাপ ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।



পড়াশোনা অবশ্যই প্রয়োজন তারাও গ্র্যাজুয়েশন শেষ করেছে, কিন্তু তারা যদি শুধু পড়াশোনার পেছনে পড়ে থাকতো আজকে তাদের কেউই চিনতো না,তারা তাদের ক্যারিয়ারের জন্য চিন্তা করে শুধু পড়াশোনায় পড়ে থাকে নাই,পড়াশোনার পাশাপাশিই ক্যারিয়ার গড়েছে, তাই পড়াশোনার পাশাপাশি  ছাত্র/ছাত্রীদের কিছু একটা করা প্রয়োজন।


Post a Comment

0 Comments