কখন মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি।

কখন গর্ভবতী হওয়ার সময় উপযুক্ত, এবং কখন যৌনতা করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম?

একটি মেয়ে একটি মা, একজন বোন, ভাগ্নি ভাস্তি, একজন জীবনসঙ্গীনী, সোজা কথা একজন মেয়ে, কোমলমতি কোমল হৃদয়। প্রত্যেকটা মেয়েই ঋতুবর্তী সময় থেকে গর্ভবতী হওয়ার ক্ষমতা অর্জন করে। একটি মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার পেটের সন্তান পানিসহ প্রায় দশ কেজি হয়। সন্তান প্রসব পরবর্তী সেই সন্তানের দেখভাল প্রতিপালন মায়ের ওপরেই বর্তায়। তো একজন 13 থেকে 15 বয়সের মেয়ের পক্ষে সন্তান ধারণ থেকে প্রতিপালন শুধু কষ্ট সাধ্য নয় বিশাল বোঝাও বটে। যার প্রতিক্রিয়া শুধু সেই মা ই নয় সন্তানের পরবর্তী মানসিক প্রতিক্রিয়া ও চালচলন পরিবার ও সমাজ এর জন্য বোঝাস্বরূপ হয়। একজন মা তখনই সে মা যখন সে পূর্ণ প্রস্ফুটিত সাবলীল ও সক্ষম। তাই আমার মতে আমাদের এই অঞ্চলের মেয়েদের পূর্ণ সাবলিল হওয়ার বয়স হলো 20 থেকে 22 বছর।

এতক্ষণ আমরা গর্ভবতী হওয়ার উপযুক্ত সময় নিয়ে আলোচনা করেছি আশা করি অনেকে বুঝতে পেরেছি। এবার আসা যাক দ্বিতীয় উত্তর সেটা হলো কখন যৌনতা করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম। প্রত্যেকটা মেয়ের ঋতু বা মাসিক পরিক্রমা একটি প্রাকৃতিক সময়ের সাথে নির্দিষ্ট। কারো 30 দিনে অথবা 28 দিনে কারো আবার 24 দিনেও এই পরিক্রমা সংঘটিত হয়। এখন এই সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করি যেমন যাদের 30 দিনে হয় 10 + 10 + 10 এই 30 দিন আবার যার 28 দিনে হয় তার 9+9+9 এই 27 দিন অথবা 28 দিন এভাবে যার যত দিনে হয় এটাকে তিন ভাগ করা। এখন বলব নিরাপদ সময় কোনটা বিপদজনক সময় কোনটা। নিরাপদ বলতে গর্ভধারণ করবে না ডেঞ্জার বলতে গর্ভধারণ করবে। এই ঋতুকালীন তিন ভাগের মাঝের ভাগ ডেঞ্জার আর শুরু এবং শেষের ভাগ সেফ অর্থাৎ নিরাপদ। এটা অতি প্রাচীন পরীক্ষিত এবং প্রসিদ্ধ একটি নির্ভরযোগ্য প্রাকৃতিক নিয়ম।

Post a Comment

0 Comments