গর্ভবতী প্রতি স্বামী র দায়িত্ব কি কি?

 

আপনারা সবাই Partnership জিনিসটা চেনেন। একাধিক লোক মিলে একটি কাজ করা। এই কথাটার বাংলাটা (অংশীদারিত্ব) একটু কঠিন হয়ে যায়। সবাই Partnership কথাটি সহজেই বুঝবেন।

এই Partnership কথাটা মূলত ব্যবসার জন্য হলেও, জীবনের প্রতিটি ক্ষেত্রে Partnership দেখা যায়। এমনকি বাল্যকাল থেকেই Partnership দেখা যায়। দুইজন বালক একসাথে রিকশা চড়ে স্কুলে যায়। ওরা দুজন রিকশাভাড়া ভাগাভাগি করে দেয়। এটা একটি Partnership। বিকালে ক্রিকেট খেলার জন্য নতুন বল লাগবে। কয়েকজন বালক সমান পরিমাণ টাকা দিয়ে কয়েকটি বল কিনলো। এটা একটি Partnership। বন্ধুরা সমান পরিমান চাঁদা দিয়ে পিকনিকে গেলো। এটাও একটা Partnership।

মনে রাখবেন - এই Partnership মানে শুধু টাকা দেওয়া নয়। সমান পরিমান কাজও করা লাগে।

কয়েকজন ছাত্র অথবা চাকুরীজীবি একটি বাসা ভাড়া করে থাকে। বাজার, রান্না, ঘরে পরিস্কার ইত্যাদি দায়িত্ব ভাগাভাগি করে নেয়। ওদের সবাই সমান পরিমান টাকা বাসা ভাড়া দেয়। একই ভাবে, সবাই সমান পরিমান কাজও করে। কেউ যদি কাজে ফাঁকি দেয়, তাহলে অন্যেরা তাকে ওই বাসা থেকে বের করে দেয়। যে কোন Partnership এর জন্য এই দায়িত্ব ভাগাভাগি জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ।

ধরুন, আপনি একজন ছাত্র অথবা চাকরিজীবি। তেমন একটি বাসাতে অন্য কয়েকজনের সাথে থাকেন। সেই বাসায় অন্যরা বাজার করে, রান্না করে, আপনার টেবিলে খাবার সাজিয়ে দেয়। তারা ঘর পরিষ্কার করে, আপনার জামা কাপড় ধুয়ে ইস্ত্রী করে দেয়। সবাই আপনার মতন সমান পরিমান টাকা খরচ করে ওই বাসায় থাকে। অন্যেরা সব কাজ করে। আপনি কোন কাজেই করেন না। এমন পরিস্থিতি হলে, আপনার বন্ধুরা আপনাকে কতদিন ওই বাসাতে রাখবে?

অফিসে আপনার সহকর্মীরা আপনার সমান বেতন পায়। তারা আপনার ফাইল পত্রগুলো তৈরি করে দেয়। বড় স্যারের কাছ থেকে সই- সাক্ষর করিয়ে আনে। আপনার হয়ে বিল পাশ করিয়ে নেয়। আপনার সহকর্মীরাই অফিসের সকল কাজ করে। আপনি অফিসে গিয়ে বসে বসে শুধুমাত্র কম্পিউটার গেম খেলেন। এমন পরিস্থিতি হলে, ওই অফিসে আপনাকে কতদিন রাখবে?

যে কোন দল, যে কোন Partnership এর ভেতরে, দায়িত্ব পালনে ব্যার্থ হলে, Partner হয়ে থাকা যায় না। দায়িত্ব পালনে অক্ষম ব্যাক্তি, কোনদিনই Partner হতে পারে না।

সংসার হলো স্বামী-স্ত্রীর একটি Partnership যেখানে দুইজন সঠিকভাবে দায়িত্ব পালন করবে। সন্তানের উপরে বাবা ও মায়ের সমান অধিকার থাকে। এটাও এক ধরনের Partnership। বাবা হবার জন্য, একজন পুরুষ শুধুমাত্র নাম লেখায়। সন্তান জন্মের দায়িত্ব পুরোটাই নারীর। সন্তান জন্মের ব্যাপারে বেশি দায়িত্ব পালন করার ক্ষমতাই কোন পুরুষের নেই।

নারী জাতি এতই উদার, এতই আত্মত্যাগী যে - সন্তান জন্মদানে প্রায় সম্পুর্ন ভূমিকা নিজের হলেও, পুরুষকে একেবারে সমান Partnership দেয়। সন্তানের সম্পুর্ন অধিকার পুরুষকে দেয়। এত বড় একটি সুযোগ, একটি পুরুষ পায়, তার গর্ভবতী স্ত্রীর কাছ থেকে। যে স্ত্রী এত বড় সুযোগ দেয়, এত বড় আত্মত্যাগ করে, সেই গর্ভবতী স্ত্রীকে কিভাবে যত্ন করতে হবে - সেটাও শিখিয়ে দিতে হবে?

Post a Comment

0 Comments