অনলাইন ডেস্কঃ
Time:09: 30 am
প্রকাশঃ
১২-ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল ,২৭ আগস্ট -মঙ্গলবার ,২০২৪ খ্রিস্টাব্দ,২১ সফর,১৪৪৬
Time:09: 30 am
প্রকাশঃ
১২-ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল ,২৭ আগস্ট -মঙ্গলবার ,২০২৪ খ্রিস্টাব্দ,২১ সফর,১৪৪৬
বাঙালি চেনার ২৪ টি সাধারণ পদ্ধতিঃ
০১. চা খাবে চিনি মাখা টোস্ট, বিস্কুট ডুবিয়ে।
০২. বেডের তলায় সারিসারি পুরনো পেপার ঢুকিয়ে রাখবে।
০৩. টয়লেটের ফ্লোরে পেশ্রাব করে দেবে।
০৪. স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেঁষে।
০৫. ঝাড়ু থাকবে দরজার পেছনে।
০৬. একজন ধনী হয়ে উঠলে, অন্যরা বলবে- নিশ্চয়ই সুদ/ঘুস/চুরির টাকা দিয়ে ধনী হইছে।
০৭. কেউ বুড়ো হতেই, অন্যরা অবাক হবে─ এখনো বাঁইচা আছে!
০৮. গোসল করলে, একে-একে জিজ্ঞেস করতে থাকবে─ কোথাও যাচ্ছ নাকি?
০৯. অতিথিদের জন্য থালাবাটি, কাপ, চামচ আলাদা করে তুলে রাখবে।
১০. মাংসের টুকরা গুনে রাখবে।
১১. এদের স্বাভাবিক মৃত্যু নেই, সব মৃত্যুতেই কারণ খুঁজবে, কারণ না-পেলে সমস্বরে বলবে─ সব আল্লার ইচ্ছা।
১২. এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে, কারও উপরেই বিশ্বাস নেই।
১৩. কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই, অন্যরা কানাঘুষা করবে─ চইদ্দ লম্বর মাইয়া। বাঙালি আজন্ম পরশ্রীকাতর।
১৪. মাছ, মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে, যেমন─ মাছের মাথা, মুরগির রান।
১৫. কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে, তারপরও এঁকেবেঁকে চলবে যেন জুতোয় কাদা না-লাগে।
১৬. ঈদে,পূজায় নতুন কাপড় কিনবে, তারপর সারাবছর আফসোস করবে─ টাকাপয়সা নাই।
১৭. মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটা বিকট ফুঁ দিয়ে দেবে, তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে, ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা। যদিও, যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে, সে এতোক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে।
১৮. অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি, উঠান, এমনকি ছাদও, ঝাড়ু দিয়ে দিবে।
১৯. ওয়ান-ওয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডানে আর বামে চোখ ঘুরিয়েফিরিয়ে তাকাবে।
২০. পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য।
২১.বাসের মধ্যে কোনো বিদেশীর পাশে বসতে পারলে, না-নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে।
২২.আইসক্রিম খাওয়ার পরে সেই বক্সে রসুন ও মরিচ বাটা রাখবে
২৩.কাপড় ধোয়ার পরে কাপড় চিপে সেই পানি পায়ে দিবে
২৪. বিমানে আসা যাওয়ার সময় বিমান বালারা যে কম্বল বালিশ দেয় এগুলো ব্যাগে ভরে নেয় - অনেক টাকা দিয়ে টিকিট কেনা তাই।
৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি (পুনঃসংশোধিত) -
৪২৩ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-
নিজে ব্যাংক খুলে ব্যাংকের প্রায় সব টাকা নিয়েছে এস আলস গ্রুপ-
কী কী অভ্যাসের কারণে ভবিষ্যৎ খারাপ হতে পারে?
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।