জীবনের কঠিন সত্যিগুলি কী কী?

অনলাইন ডেস্কঃ

                               Time:10: 20 am

                                প্রকাশঃ

১২-ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল ,২৭ আগস্ট -মঙ্গলবার ,২০২৪ খ্রিস্টাব্দ,২১ সফর,১৪৪৬



 ০১) টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ, পরিবারে, সমাজে এবং দেশের মধ্যে মোটেও মুল্য পাবেন না। দিন দিন সম্মান পাওয়াটা টাকার উপর নির্ভর করছে।


০২) বাবার হোটেল থেকে বের হলেই বুঝা যায় জীবন কাহাকে বলে।


০৩) নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছা করে না।


০৪) হঠাৎ একদিন এক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে।


০৫)আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া, আর কেউ মাথা ঘামাবে না।


০৬) সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয়।


০৭) রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে।


০৮)আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া (স্পেশালি মা-বাবা) কাউকে পাশে পাবেন না।


০৯) সত্য কখনো গোপন থাকে না।


১০) ২০ হাজার টাকার বেতনের চাকরির জন্যে ২৮ বছর পড়াশোনা করা লাগবে/লাগে।


১১) পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিকের মাধ্যমে সফলতা আসে না।


১২) আপনি যখন 'কেউ না'(সেলিব্রিটি) তখন আপনার কথার মুল্য থাকবে না।


১৩)আমাদের জীবনের সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে না। কিছু জিনিস আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে)


১৪) আপনার বাবা-মা বা। আত্মীয় কেউ মারা গেলে আপনিই ভালো করে বুঝবেন আপনি কি হারিয়েছেন। বাকিরা বড় জোর শান্ত্বনা দিবে।(তাদের কিছু করার নাই)


১৫)মানুষের জীবনের সব আশা পুর্ণ হয় না।


১৬) আপনি কখনো ১০০% পার্ফেক্ট হতে পারবেন না।


১৭)আপনি যদি দুশ্চিন্তায় থাকেন তাহলে সেই মুহুর্তটা অযথাই জীবন থেকে চলে গেল। তাই কিভাবে দুশ্চিন্তা থেকে বের হওয়া যায় সেই চিন্তা করুন।


১৮)জীবনে বিপদ আসবে এটা খুবই স্বাভাবিক বিষয়। সেই সময় হতাশ না হয়ে শিক্ষা নিন যাতে ভবিষ্যতে যেন এইরকম বিপদ না আসে।


১৯)বেশি সুখী হতে যাবেন না। পরে দুঃখ পিছু ছাড়বে না।


২০)মানুষের বাহ্যিক সৌন্দর্য আর ভিতরের সৌন্দর্য এর মধ্যে অনেক তফাত থাকে।


২১)অযথা তর্ক করা নিজের সম্মান বাড়ায় না বরং নিজের মুল্য কমায়।


২২)কাউকে টাকা ধার দিলে তা সহজে উদ্ধার করা যাবে না।


২৩) নিজের মনের কথা শুনুন। নিজের ইচ্ছায় দোষ করলেও আফসোস হয় না, যতটা অন্যের কথায় দোষ করলে আফসোস হয়।


২৪) যখন সুযোগ আসে তখন আমরা ১০০% প্রস্তুত থাকি না।


২৫) জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, আমরা চিরকাল বেঁচে থাকব না। আর ভবিষ্যতে কেউ আমাদের মনে রাখবে না।

Post a Comment

0 Comments