অনলাইন ডেস্কঃ
Time:09:11 pm
প্রকাশঃ
ভাদ্র ০৭, ১৪৩০ বঙ্গাব্দ,শরৎকাল,২২ আগষ্ট-মঙ্গলবার,, ২০২৩ খ্রিস্টাব্দ,০৫ সফর, ১৪৪৫ হিজরি।
Time:09:11 pm
প্রকাশঃ
ভাদ্র ০৭, ১৪৩০ বঙ্গাব্দ,শরৎকাল,২২ আগষ্ট-মঙ্গলবার,, ২০২৩ খ্রিস্টাব্দ,০৫ সফর, ১৪৪৫ হিজরি।
বরগুনার পাথরঘাটায় একটি শুঁটকি পল্লী থেকে ২০ টন হাঙ্গর জব্দ করেছে কোস্টগার্ড।
গত রবিবার (২০ আগষ্ট) পাথরঘাটা পৌরসভা
৯ নম্বর ওয়ার্ডের শুঁটকি পল্লী থেকে মাছগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। জব্দ করা মাছের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার একটি শুঁটকি পল্লীতে অভিযান চালায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এসময় ওই শুঁটকি পল্লী থেকে ২০ টন হাঙ্গর জব্দ করা হয়। যা বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার কোন জেলে সমুদ্রে হাঙ্গর শিকার করে বলে আমার জানা নেই। তবে সমুদ্রে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করার জালে মাঝে মাঝেই হাঙ্গর ধরা পড়ে, যা অনিচ্ছাকৃত ঘটনা বলে জানান তিনি।
সূত্রঃ সময় টিভি
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।