বরগুনা জেলায় পুকুরে পাওয়া গেলো ৯৫ টি ইলিশ মাছ।

                       অনলাইন ডেস্কঃ

                    Time:03:55 pm

                           প্রকাশঃ

ভাদ্র ০২, ১৪৩০ বঙ্গাব্দ,শরৎকাল,১৭ আগষ্ট-বৃহস্পতিবার, ২০২৩ খ্রিস্টাব্দ,৩০ মুহররম , ১৪৪৫ হিজরি। 



পাথরঘাটা  উপজেলায় পুকুরে মিললো ৯৫টি ইলিশ




প্রধাণত নদী ও সমুদ্রের মাছ হলেও বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে সিদাম মিয়ার বিশাল পুকুরে মিলেছে ৯৫ টি জ্যান্ত ইলিশ। বাড়ির পুকুরে ইলিশ পাওয়ার খবর ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। আর তাতেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।


জানতে চাইলে ওই বাড়ির বাসিন্দা মো. সুজন ও ইদ্রিস চৌধুরী জানান, প্রায় ৭৫ শতাংশ জায়গা জুড়ে থাকা আমাদের এ পুকুরে প্রতি বছরই মাছ ধরা হয়। 


এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে, অন্যান্য মাছের সাথে একের পর এক ইলিশ মাছও জালে উঠতে থাকে। 


এদিন সব মিলিয়ে ৯৫টি ইলিশ আমরা ধরতে সক্ষম হই, পরে আমাদের বংশের সকলের মাঝে ইলিশগুলো ভাগাভাগি করে দেয়া হয়। 


তারা আরও জানান, পুকুরে ইলিশ পেয়ে আমাদের খুবই আনন্দিত। যারা আমাদের মাছ ধরতে সাহায্য করেছে তাদেরকে অর্ধেক ইলিশ মাছ দিয়েছি বাকি ইলিশগুলো আমাদের বংশের বাকি সবার মাঝে সমানভাবে ভাগ করে নিয়েছি।


অ্যান্টিবায়োটিক সেবনে এই সাতটি নিয়ম মেনে চলুন-l


সূত্রঃ যমুনা টেলিভিশন 

Post a Comment

0 Comments