সার্টিফিকেট বা সনদ পুড়িঁয়ে ফেললেই সরকারি চাকরি পাবেন।

 অনলাইন ডেস্কঃ

Time:12:26am


১৭ জ্যৈষ্ঠ,১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল,- বুধবার, ৩১ মে-২০২৩ খ্রিস্টাব্দ,১০ জ্বিলকদ, ১৪৪৪ হিজরি।


তাহলে অবশেষে প্রমান হলো সকল মানুষ যেন তাহলে সনদ পুড়িঁয়ে ফেলে তাহলে তাদের চাকরি হবে।



আঁধারে ভয় পেওনা আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। 


দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে অযোগ্য ব্যক্তিরা তারা দেশের শিক্ষার্থীর জীবন নিয়ে তামাশা করে,তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যতম।শিক্ষার্থীর সময় নিয়ে তারা বছরের পর বছর সময় নষ্ট করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন,তারা ৩ -৪ বছরের কোর্চ ৬-৭ বছর নষ্ট করে,কাজের গাফোলতির জন্য এ অবস্থা,  যার জন্য দায়ি সরকার ব্যবস্থা।।


বিভিন্ন দেশে সরকারি চাকরির জন্য অনেক বয়স থাকে বাংলাদেশে মাত্র ৩০ বছর,


🍁 বিভিন্ন  দেশের চাকরির বয়সসীমা দেখা যাক...........


🌼 বাংলাদেশে সরকারি চাকুরির বয়সসীমা ৩০ বছর। 


🌼 ভারতে রাজ্যভেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর৷ পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।


🌼 শ্রীলংকা

দক্ষিণ এশিয়ার এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।


🌼 তাইওয়ানে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হলেও সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ থাকে।


🌼 ইন্দোনেশিয়ায় সরকারি চাকরিতে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর।ইন্দোনেশিয়ায় সরকারি চাকরিতে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর।


🌼 কাতার  মধ্যপ্রাচ্যের এই দেশে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।


🌼 সুইডেনে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর পর্যন্ত থাকে।


🌼 ফ্রান্সে ৪০ বছর বয়স হলেও কেউ সরকারি চাকরি পেতে পারেন।


🌼 ইটালিতে ৩৫ বছর পর্যন্ত কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন।


🌼 যুক্তরাষ্ট্রে ৫৯ বছর বয়সেও একজন নাগরিক সরকারি চাকরিতে যোগ দিতে পারেন।


🌼 কানাডায়  সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ ৪৭ বছর হলে শেষ হয়ে যায়।


Post a Comment

0 Comments