কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে। সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়। এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে :
১) হেঁচকি
২) অবশতা ও দুর্বলতা
৩) বমি বমি ভাব
৪) মানসিক অস্থিরতা
৫) মেন্টাল কনফিউশন
৬) খিঁচুনি এবং সবশেষে
৭) মৃত্যু।
জেনেশুনে কেন বিষ খাবেন? পোস্টটা পড়ে থাকলে নিজে সাবধান হোন আপনজনকেও এই বিষ থেকে রক্ষা করেন।
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।