বৈজ্ঞানিক নামঃ Calamus tenuis পরিবার/ গোত্রের নামঃ Arecaceae
ব্যবহৃত অংশঃ ফল ও মূল।
ব্যবহারঃ
১.প্রথমে বেত গাছের মূল সেদ্ধ করে নিতে হবে। এরপর এই সেদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়া শক্ত হয়।
২.বেত গাছের মূল চূর্ণ্ করে ঘিয়ে ভেজে নিতে হবে। এবার মধুর সঙ্গে মিশিয়ে খেলে শুক্রাণুর বৃদ্ধি ঘটে।
৩.বেত গাছের মূলের ক্বাথ সেবন করলে মূত্র সংক্রান্ত যাবতীয় রোগ নিরাময় হয়।
৪.প্রথমে বেত ফলের রস চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এটি নিয়মিত খেলে পিত্তশূল ভালো হয়ে যাবে।
৫.বেত ফলের শাঁস খেলে আমাশয় ভালো হয়ে যায়।
৬.দেশের বিভিন্ন এলাকায় বেতের কচি কান্ড তরকারি হিসেবে খাওয়া হয়।
৭.বেত অতি মূল্যবান ও অর্থকরী উদ্ভিদ। উন্নতমানের হ্যান্ডিক্রাফট, গৃহের আসবাবপত্র তৈরির জন্য বেতের ব্যবহার বেশি।
তথ্য সূত্রঃগুগল
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।