অনলাইন ডেস্কঃ
Time:08: 15 am
প্রকাশঃ
১৪-ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল ,২৯ আগস্ট -বৃহস্পতিবার ,২০২৪ খ্রিস্টাব্দ,২৩ সফর,১৪৪৬
Time:08: 15 am
প্রকাশঃ
১৪-ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ,শরৎকাল ,২৯ আগস্ট -বৃহস্পতিবার ,২০২৪ খ্রিস্টাব্দ,২৩ সফর,১৪৪৬
সিলেট ও চট্টগ্রাম বিভাগে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরিভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দুই হাজার ৪২২ কোটি ৭০ লাখ টাকার সহায়তা দেবে পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও এর সহযোগী সংস্থাগুলো।
বুধবার (২৮ আগস্ট) পিকেএসএফ থেকে এ তথ্য জানানো হয়। পিকেএসএফ পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাবগুলো অনুমোদিত হয় বলে জানা যায়।
এর আগে গত ২৫ আগস্ট পিকেএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। এর আলোকে, ২৭ আগস্ট বন্যাক্রান্ত এলাকায় কাজ করা ৫০টি সহযোগী সংস্থার প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। সভায় জানানো হয়, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩টি জেলায় চলমান বন্যায় পিকেএসএফের ৫২টি সহযোগী সংস্থারে এক হাজার ৮৬৯টি শাখার আওতাভুক্ত ১৪.৪১ লক্ষাধিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম-
পিকেএসএফ জানায়, এ সহায়তা প্যাকেজের আওতায় বন্যার্তদের জরুরি স্বাস্থ্যসেবায় ৩ কোটি টাকা অনুদান সহায়তা, সরকারি ত্রাণ কার্যক্রম পরিচালনা জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান, এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের জন্য সহজ শর্তে ৪১৬ কোটি ৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হবে।
বন্যা উপদ্রুত এলাকায় কর্মরত পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহ তাদের নিয়মিত ঋণ কর্মসূচির আওতায় প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী দুই হাজার কোটি টাকা বিতরণ করবে।
সূত্রঃচ্যানেল আই
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।