ইতিহাসের প্রশ্ন উত্তরঃ
অনলাইন ডেস্কঃ
Time:10:17 am
০6 জ্যৈষ্ঠ,১৪৩০ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল,- শনিবার, ২০ মে-২০২৩ খ্রিস্টাব্দ,২৯ শাওয়াল, ১৪৪৪ হিজরি।
১।আশেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উঃ টাইগ্রিস।
২।কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরী করে যুদ্ধে ব্যবহার করেন?উঃ
আশেরীয়গণ।
৩।কোন সভ্যতার লোকেরা আকাশের গ্রহকে দেবতা মনে করত? উঃ ক্যালডীয়রা।
৪।ব্যাবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?উঃ
সুমের ও আক্কাদ নগরীর মাঝামাঝি ব্যাবিলন নামক স্থানে একটি সভ্যতা গড়ে তোলে। এটিই ব্যাবিলন সভ্যতা নামে পরিচিত।
৫।হাম্মুরাবি কোন সভ্যতার আইন বিদ ছিলেন?উঃব্যাবিলনীয় সভ্যতা।
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।