সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে খালি পদ রয়েছে- ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি
অনলাইন ডেস্ক
Time:07:57pm
২৩ পৌষ,১৪২৯ বঙ্গাব্দ,শীতকাল,শনিবার -০৭ জানুয়ারী -২০২৩ খ্রিস্টাব্দ,১৩ জামাদিস সানি,১৪৪৪ হিজরি।
১ লাখের বেশি পদ খালি পড়ে আছে প্রাথমিক ও গণশিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে।
- প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬।
- দ্বিতীয় শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ৪০ হাজার ৫৬১।
- সবচেয়ে বেশি শূন্য পদ তৃতীয় শ্রেণির। এতে ১ লাখ ৫১ হাজার ৫৪৮টি পদ খালি।
- এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি।
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদের সংখ্যা ৭৪ হাজার ৫৭৪টি।
- দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৭৯০টি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে।
- অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থায় শূন্য পদ রয়েছে ২৬ হাজার ১৭৪টি,
- রেল মন্ত্রণালয়ে শূন্য পদ ১৫ হাজার ১১৩,
- কৃষি মন্ত্রণালয়ে ৯ হাজার ৭৯৬,
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৬ হাজার ২৭৪,
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ৫৮৭,
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫৮৫,
- শিক্ষা মন্ত্রণালয়ে ৮ হাজার ৫৮৯,
- খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৯৮,
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯,
- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ২ হাজার ২ ও
- টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে ৯ হাজার ১৩২টি খালি রয়েছে।
সূত্রঃ- প্রথম আলো
Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/z4ub2vkojc
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।