২৩০৯ পদ নিয়ে আসছে ৪৫তম বিসিএস,BCS
অনলাইন ডেস্ক:
Time:11:05pm
০৮ অগ্রহায়ণ,১৪২৯ বঙ্গাব্দ,বুধবার -২৩ই নভেম্বর-২০২২ খ্রিস্টাব্দ,২৮ই রবিউস সানি,১৪৪৪ হিজরি,হেমন্তকাল;
এ মাসের শেষের দিকে আসছে নতুন একটি বিসিএস।
- এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস।
- ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন–ক্যাডারের পদ এখনো নির্দিষ্ট করা হয়নি।
- এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন চিকিৎসক। সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন নেওয়া হবে ৭৯ জন।
- শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন,
- প্রশাসনে ২৭৪,
- পুলিশে ৮০,
- কাস্টমসে ৫৪,
- আনসারে ২৫,
- কর–এ ৩০ জন ও
- পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জন ক্যাডার নিয়োগ করা হবে।
- বর্তমানে পিএসসিতে তিনটি বিসিএসে নিয়োগের প্রক্রিয়া চলছে
- পিএসসির আশা, আগামী বছরেই ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএস শেষ হবে
Source: https://www.prothomalo.com/chakri/employment/ruppbuha5x
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।