পৃথিবীতে রাষ্ট্র ২০৩,স্বাধীন ১৯৫টি
আকাশ থেকে জমিন। রহস্যময় এক পৃথিবী। আয়তনে যা ৫১ কোটি এক লক্ষ পাঁচশত বর্গমাইলে বিস্তৃত। আরশের প্রথম মানব আদম ও প্রথম মানবী হাওয়া। আরশের অট্টালিকায় থেকেও সৃষ্টিকর্তার বিধিনিষেধ ভঙ্গের দায়ে আদম ও হাওয়াকে জমিনে নিক্ষিপ্ত হন। শাস্তিস্বরূপ একাকীত্বের কষ্টভোগের জন্য তাঁদের বিচ্ছিন্ন করে পৃথিবীর দুই প্রান্তে থাকতে হয়। তিনশত বছর মধুর মিলন থেকে বঞ্চিত করা হয় আদম-হাওয়াকে। অর্থাৎ তিনশত বছর পরে দু' জনের মিলন এবং ঔরস্যে জন্ম নেয়া মানব-মানবীদের মাধ্যমে জন্মের বিস্তার ও মৃত্যুর আঁধার। জন্মসূত্র ধরে জনসংখ্যার গুণতিতে পৃথিবী এখন ৭ শত কোটি মানুষের লোকালয়। জন্মযোগ ও মৃর্তুবিয়োগে দিনে দিনে এ সংখ্যা দাঁড়িয়েছে। মানুষের লোকালয় পৃথিবীর মোট আয়তনের ২৯ ভাগে স্থলভাগে অবস্থিত। অবশিষ্ট ৬৯ ভাগই জলভাগে অবস্থিত।
পৃথিবীতে দেশের সংখ্যা ২৩৩ টি। স্বাধীন দেশ ১৯৫টি আর সার্বভৌম দেশের সংখ্যা ২০০৩। অর্থাৎ ৩৮টি দেশ এখনও পরাধীন।
১৭১৯ থেকে ২০১১। 'লিচেনস্টাইন' থেকে 'দক্ষিণ সুধান'। স্বাধীনতাপ্রাপ্ত দেশ ১৯৫ হলেও সার্বভৌম ২০৩টি। পৃথিবীর মানচিত্রেশোভিত প্রথম স্বাধীন রাষ্ট্রটি লিচেনস্টাইন। আয়তন মোটে ১৬০ বর্গমাইল! জনসংখ্যা মাত্র ৩২ হাজার! ৮৭ রোমান ক্যাথলিক এবং ৮ ভাগ প্রোটেস্টাইনের রাজধানী 'ভাদুজা'। শিক্ষার হার শতভাগ। গড় আয়ু ৮২ বছর। জার্মান ভাষায় পটুয়া তাঁরা। নাগরিকদের মাথাপিছু আয় ৮৩.৭১৭ ডলার।
পৃথিবীটা আবার ৭টি মহাদেশে অবস্থিত। পৃথিবীর আয়তনের ২৯.৫ ভাগ এশিয়া, জনসংখ্যা ৪১৮ কোটি। এশিয়া মহাদেশের ৪৬টি দেশের মধ্যে ফিলিস্তিন ও তাইয়ান ছাড়া সবগুলোই স্বাধীন দেশ।
অবশ্য, সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা ২০০৩টি।
২০০৮ সালের ৯ জুলাই কসোভো স্বাধীন হলেও জাতিসংঘের স্বীকৃতি মেলেনি এখনও।
সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া ও তুরস্ক এশিয়া-ইউরোপ মহাদেশে অবস্থিত। জনসংখ্যায় সর্ববৃহৎ দেশ চীন। সর্বকনিষ্ঠ দেশটি হচ্ছে ভ্যাটিকান।
এশিয়ায় ৪৬ টি দেশ।
ফিলিস্তিন ও তাইওয়ান স্বাধীন হলেও স্বীকৃত নয়। পৃথিবীর ৫৬,৯৭৭ বর্গমাইলের 'বাংলাদেশ' ৯৫তম স্বাধীন দেশ। পৃথিবীর সর্বপ্রথম স্বাধীন দেশ লিচেনস্টাইন। দেশটি ১৭১৯ সালে স্বাধীন হয়। ক্রমে স্বাধীনতা অর্জনকারী রাষ্ট্রসমূহের নাম সালের ক্রমানুসারে নিম্নে প্রদত্ত হলো।
১৭৭৬-আমেরিকা।
১৭৮৯-ফ্রান্স।
১৮০৪-হাইতি।
১৮০৯-সুইডেন ও ইকুয়েডর।
১৮১১-ভেনিজুয়েলা।
১৮১৩-নেদারল্যান্ড।
১৮১৫-লুক্সেমবার্গ।
১৮১৬-আর্জেন্টিনা।
১৯১৭-ফিনল্যান্ড।
১৮১৮-চিলি।
১৮১৯-কলম্বিয়া।
১৮২১-মেক্সিকো,
প্যারাগুয়ে, পেরু ও কোষ্টারিকা।
১৮২২-ব্রাজিল।
১৮২৫-উরুগুয়ে।
১৮৩০-বেলজিয়াম।
১৮৩৮-গুয়েতেমালা,
নিকারাগুয়া ও হন্ডুরাস।
১৮৪১-এল সালভাদোর।
১৮৪৪-ডোমিনিকান।
১৮৪৭-লাইবেরিয়া।
১৮৫৪-নিউজিল্যান্ড।
১৮৬২-জ্যামাইকা।
১৮৬৬-বারবাডোজ।
১৮৬৭-কানাডা।
১৮৭৮-ডোমিনিকা।
১৯০১-অস্ট্রেলিয়া।
১৯০২- কিউবা।
১৯০৩-গায়না ও পানামা।
১৯০৫-নরওয়ে।
১৯১০-পর্তুগাল।
১৯০৮-বুলগেরিয়া।
১৯১২-আলবেনিয়া।
১৯১৫-ডেনমার্ক।
১৯১৭-ফিনল্যান্ড।
১৯১৯-আফগানিস্তান, আয়ারল্যান্ড।
১৯২২-চীন, ইথিওপিয়ান ও মিশর।
১৯২৩-তুরস্ক।
১৯২৬-সৌদি আরব।
১৯২৫-ইরান।
১৯৩০-গ্রিস।
১৯৩২-থাইল্যান্ড ও ইরাক।
১৯৪৩-লেবানন।
১৯৪৫-উত্তর কোরিয়া।
১৯৪৪-আইসল্যান্ড।
১৯৪৫-ইন্দোনেশিয়া, পোল্যান্ড, বলিভিয়া ও সার্বিয়া।
১৯৪৬-ইতালি, সিরিয়া।
১৯৪৭-জর্ডান, ফিলিপাইন, ভারত, পাকিস্তান।
১৯৪৮-সুইজারল্যান্ড, ইসরায়েল, শ্রীলংকা, মায়ানমার ও দক্ষিণ কোরিয়া।
১৯৪৯-হাঙ্গেরি, তাইওয়ান, ভুটান ও লাওস।
১৯৫১-লিবিয়া ও ওমান।
১৯৫২-জাপান, পোয়ের্টোরিকো ও পোয়ের্টোরিকো।১৯৫৩- কম্বোডিয়া।
১৯৫৫- রোমানিয়া, অস্ট্রিয়া ও নেপাল।
১৯৫৬-তিউনিসিয়া, সুদান, মরক্কো।
১৯৫৭-মালয়েশিয়া ও ঘানা।
১৯৫৮-গিনি।
১৯৬০-দক্ষিণ আফ্রিকা, মধ্য আফ্রিকা, ক্যামেরুন, সাইপ্রাস, নাইজার, চাঁদ, নাইজেরিয়া, মৌরিতানিয়া, সেনেগাল, টোগো, মালি, সোমালিয়া, লেসেথো, মাদাগাস্কার, কঙ্গো, গণতান্ত্রিক কঙ্গো, আইভরিকোষ্ট, বারকিনো, গ্যাবন ও বেনিন।
১৯৬১-তাঞ্জিানিয়া, কুয়েত, মঙ্গোলিয়া,সিয়েরা ও লিওন।
১৯৬২-রুয়ান্ডা, বুরুন্ডি ও সানমেরিনো, আলজেরিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, উগান্ডা, পশ্চিম সামোয়া, কেউম্যান ও দ্বীপপুঞ্জ।
১৯৬৩-কেনিয়া।
১৯৬৪-জাম্বিয়া, মাল্টা ও মালাউই।
১৯৬৫-সিঙ্গাপুর, মালদ্বীপ, গাম্বিয়া।
১৯৬৭-ইয়েমেন।
১৯৬৮-সোয়াজিল্যান্ড, নিরক্ষীয় গিনি, মরিশাস। ১৯৭০-ফিজি ও টোঙ্গা।
১৯৭১-🇧🇩বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।
১৯৭৩-বাহামা, গিনি বিসাউ।
১৯৭৪-গ্রোনাডা।
১৯৭৫- সুরিনাম, সাওটোম এন্ড প্রিন্সিপে, মোজাম্বিক, এঙ্গোলা, কেপভার্দে, অ্যাঙ্গুইলা,পাপুয়া নিউগিনি, কমোরোস।
১৯৭৬-সিসিলিস, ভিয়েতনাম, সিসিলিস।
১৯৭৭-জিবুতি ও বোতসোয়ানা।
১৯৭৮-ভানুয়াটু, টুভ্যাল, নাউরু ও সলোমান দ্বীপপুঞ্জ।
১৯৭৯- কিরিবাতি ও সেন্ট লুসিয়া।
১৯৮০- জিম্বাবুয়ে।
১৯৮১-অ্যান্টিগুয়া ও বারমুডা, বেলিজ।
১৯৮২-অ্যান্ডোরা।
১৯৮৩-সেন্টকিটস-নেভিস।
১৯৮৪- ব্রুনাই।
১৯৯০-নামিবিয়া, স্লোভেনিয়া, তাজিকিস্তান ও কিরগিজিস্তান।
১৯৯১- রাশিয়া, জার্মান, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, মেসিডোনিয়া, জার্জিয়া, কাজাকিস্তান, ক্রোয়েশিয়া, বেলারুশ, ইউক্রেন, মালদোতা এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা।
১৯৯২-স্পেন ও আর্মেনিয়া।
১৯৯৩- স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র ও ইরিত্রিয়া। ২০০২- পূর্ব তিমুর।
২০০৬- মন্টিনিগ্রো।
২০০৮- কসোভো।
২০১১-দক্ষিণ সুদান।
চলবে----
(লেখায় কোন ভূল হলে ক্ষমা করবেন)
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।