বরগুনা,(Barguna District) জেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে।


১। বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি।

২। বরগুনা জেলার আয়তন কত?

উত্তরঃ ১৯৩৯.৩৯ বর্গ কি:মি:।

৩। বরগুনা জেলার সীমানা কি?

উত্তরঃ উত্তরে ঝালকাঠী, বরিশাল,

পিরোজপুর ও পটুয়াখালী জেলা; দক্ষিণে

পটুয়াখালী জেলা ও বঙ্গোপসাগর; পূর্বে

পটুয়াখালী জেলা এবং পশ্চিমে

পিরোজপুর ও বাগেরহাট জেলা।

৪। বরগুনা জেলার নামকরণ এবং এর ইতিহাস

কি?

উত্তরঃ বরগুনা নামের ইতিহাসের

সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়া গেলেও

জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ

ব্যবসায়ীরা এ অঞ্চলে কাঠ নিতে এসে

খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে

গিয়ে অনুকুল প্রবাহ বা বড় গোনের জন্য

এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম

বড় গোনা। কারো মতে আবার স্রোতের

বিপরীতে গুন(দরি)টেনে নৌকা অতিক্রম

করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা ।

কেউ কেউ বলেন , বরগুনা নামক কোন

প্রতাপশালী রাখাইন অধিবাসীর

নামানুসারে বরগুনা । আবার কারো মতে

বরগুনা নামক কোন এক বাওয়ালীর

নামানুসারে এ স্থানের নামকরণ করা হয়

বরগুনা ।

তৎকালিন বৃটিশ আমলে প্রশাসনিক

সুবিধার জন্য ১৮৭১ সনে পটুয়াখালী মহকুমা

সৃষ্টি হয় । তখন এ মহকুমায়

পটুয়াখালী,মির্জাগঞ্জ,গুলিশাখালী

,বাউফল ও গলাচিপাসহ মোট ৫টি থানা

ছিল ।বামনা ও পাথরঘাটা ছিল

মঠবাড়ীয়া থানাধীন ।এ সময় বরগুনা

গুলিসাখালী থানাধীন ছিল। পরবর্তীতে

উক্ত শতাব্দীর শেষ দিকে প্রশাসনিক

সুবিধার জন্য বামনা ,পাথরঘাটা,বরগুনা

বেতাগী ও খেপুপাড়া থানার সৃষ্টি হয় ।

থানা হিসাবে নামকরণের মাধ্যমে

বাংলাদেশের মানচিত্রে বরগুনার নাম

স্থান পায় ।চতুর্দশ শতাব্দীতে সমগ্র

দক্ষিণাঞ্চল ছিল বাকেরগঞ্জের অধীন ।

আঠারো শতকের মধ্যভাগে পূর্ব বাংলার

আলোচিত ব্যক্তি ছিলেন আগাবাকের

খান।তাঁর জমিদারী ছিল বাকলা

চন্দ্রদ্বীপে। পটুয়াখালী ও বরিশালকে

বলা হতো বাকলা চন্দ্রদ্বীপ ।শাসনকার্য

পরিচালনার জন্য বৃটিশ সরকার ১৭৯৭ সনে ৭

নং রেজুলেশন অনুসারে আগাবাকের

খানের নামনুসারে বাকেরগঞ্জ জেলার

সৃষ্টি করেন ।শান্তি শৃংখলা রক্ষার জন্য

এবং জলদস্যুদের আক্রমন প্রতিহত করার জন্য

উনিশ শতকের প্রথম দিকে বিশখালী নদীর

তীরে ফুলঝুড়িতে একটা অস্থায়ী পুলিশ

ফাঁড়ি ণির্মাণ করা হয় ।পরবর্তীতে ১৯০৪

সালে বরগুনাতে স্থায়ীভাবে ১ টি

পুলিশ ষ্টেশন স্থাপন করা হয় ও

গুলিশাখালী থানাকে আমতলী ও বরগুনা

নামে দুটি পৃথক থানা করা হয় ।

পরবর্তীকালে বঙ্গোপসাগরে চর পড়তে

থাকে এবং সুন্দরবন অঞ্চল আবাদ হয়ে

বিরাট জনপদের সৃষ্টি হয় । এভাবে বরগুনা

থানার পরিধিও বিস্তার লাভ করে ।

৫। বরগুনা জেলায় কি কি যোগাযোগ

ব্যবস্থা আছে?

উত্তরঃ প্রধানত: নদীপথে লঞ্চযোগে এবং

সড়ক পথে ।

৬। বরগুনা জেলার জনসংখ্যা এবং

জনসংখ্যা ঘনত্ব কত?

উত্তরঃ ৯,২৭,৮৯০ জন। ২০১১ সনের আদমশুমারী

অনুযায়ী।

১. পুরুষঃ ৪,৫৪,৬৩৬ জন।

২. মহিলাঃ ৪,৭৩,২৫৪ জন।

জনসংখ্যার ঘনত্বঃ ৪৭৯ জন (প্রতি বর্গ

কিঃমিঃ)।

৭। বরগুনা জেলায় উপজেলা কয়টি এবং কি

কি?

উত্তরঃ উপজেলা ০৬ টি। বরগুনা সদর,

বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলী

এবং তালতলী।

৮। বরগুনা জেলায় থানা কয়টি এবং কি

কি?

উত্তরঃ থানা ০৬ টি। বরগুনা সদর,

বেতাগী, বামনা, পাথরঘাটা, আমতলী

এবং তালতলী।

৯। বরগুনা জেলায় পৌরসভা কয়টি এবং কি

কি?

উত্তরঃ পৌরসভা ০৪ টি। বরগুনা সদর,

বেতাগী, পাথরঘাটা ও আমতলী।

১০। বরগুনা জেলায় ইউনিয়ন পরিষদ কয়টি?

উত্তরঃ ইউনিয়ন পরিষদ ৪২ টি।

বরগুনা সদরঃ ১০টি।

আমতলীঃ ৭টি।

তালতলীঃ ৭টি।

বামনাঃ ০৪ টি।

বেতাগীঃ ০৭টি।

পাথরঘাটাঃ ০৭ টি।

১১। বরগুনা জেলায় মোট ভোট কেন্দ্র

কয়টি?

উত্তরঃ ২২৪ টি।

১০৯-বরগুনা-১ (বরগুনা সদর ও আমতলী) ১২৮

টি।

১১০-বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও

বেতাগী) ৯৬ টি ( উৎসঃ জেলা নির্বাচন

অফিস, বরগুনা)

১২। বরগুনা জেলায় মোট ভোটার সংখ্যা

কত?

উত্তরঃ ৫,৯৮,০৭৭ টি (ভোটারঃ ২০১২ সন)

(উৎসঃ জেলা নির্বাচন অফিস, বরগুনা)।

১. পুরুষ ভোটারঃ ২,৯২,৮১৭ জন।

২. মহিলা ভোটারঃ ৩,০৫,২৬০ জন।

১৩। বরগুনা জেলায় সংসদ সদস্য কত জন এবং

তাদের নাম কি?

উত্তরঃ ২ জন।

১০৯-বরগুনা-১ (বরগুনা সদর ও আমতলী)

এ্যডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু।

১১০-বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও

বেতাগী) জনাব শওকত হাচানুর রহমান।

১৪। বরগুনা জেলার উপজেলা চেয়ারম্যান

কত জন এবং তাদের নাম কি?

উত্তরঃ ৬ জন।

বরগুনা সদর উপজেলাঃ মোঃ আব্বাস

হোসেন মন্টু

বেতাগী উপজেলাঃ মোঃ শাহজাহান

কবির

বামনা উপজেলাঃ মোঃ সাইদুল ইসলাম

লিটু

পাথরঘাটা উপজেলাঃ মোঃ রফিকুল

ইসলাম

আমতলী উপজেলাঃ জি এম দেলোয়ার

তালতলী উপজেলাঃ মোঃ

মনিরুজ্জামান মিন্টু

১৫। বরগুনা জেলার উপজেলা ভাইস

চেয়ারম্যান কত জন এবং নাম কি?

উত্তরঃ ১২ জন।

বরগুনা সদর উপজেলাঃ মোঃ মহিবুল্ল্যা

এবং শারমিন সুলতানা

বেতাগী উপজেলাঃ মোঃ আব্দুস

ছোবাহান এবং আমিনা বেগম

বামনা উপজেলাঃ গোলাম সাব্বির

ফেরদৌস তালুকদার এবং নাজমুন নাহার

পাথরঘাটা উপজেলাঃ মোঃ জামাল

আহম্মেদ এবং ফাতিমা পারভীন

আমতলী উপজেলাঃ মোঃ মজিবুর রহমান

এবং মাকসুদা আক্তার জোসনা

তালতলী উপজেলাঃ খলিলুর রহমান এবং

মাকসুদা আক্তার

১৬। বরগুনা জেলার শিক্ষার হার কত?

উত্তরঃ ৫৭.৬০ %। পুরুষঃ ৫৯.২০%, মহিলাঃ

৫৬.১০%।

১৭। বরগুনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান

কয়টি?

উত্তরঃ বরগুনা জেলায় মোট শিক্ষা

প্রতিষ্ঠান ১৩০৮ টি।

কলেজঃ ২৪ টি। সরকারি ২ টি এবং

বেসরকারি ২২ টি।

মাধ্যমিক বিদ্যালয়ঃ ১৭৭ টি। সরকারি ২

টি এবং বেসরকারি ১৭৫ টি।

প্রাথমিক বিদ্যালয়ঃ ৭৩২ টি। সরকারি

৩৭৯ টি এবং বেসরকারি ৩৫৩ টি।

মাদরাসাঃ ৩৩৫ টি। উচ্চতর ১৩২ টি এবং

এবতেদায়ী ২০৩ টি।

বি.এড কলেজঃ ১ টি (বেসরকারি)।

পি.টি.আইঃ ১ টি (সরকারি)।

পলিটেকনিক ইন্সটিটিউটঃ ১ টি

(সরকারি)।

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজঃ ২ টি।

সরকারি ১ টি এবং বেসরকারি ১ টি।

টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটঃ ১

টি (সরকারি)।

১৮। বরগুনা জেলায় আধুনিক হাসপাতাল

কয়টি?

উত্তরঃ ১ টি।

১৯। বরগুনা জেলায় উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্স কয়টি?

উত্তরঃ ৫ টি।

২০। বরগুনা জেলায় আশ্রায়ণ প্রকল্প কয়টি?

উত্তরঃ ৩২ টি।

২১। বরগুনা জেলায় হাট-বাজার কয়টি?

উত্তরঃ ১১৮ টি।

২২। বরগুনা জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র

কয়টি?

উত্তরঃ ৩২৪ টি। প্রস্তাবিত ৩১২ টি।

২৩। বরগুনা জেলায় মাটির কিল্লা কয়টি?

উত্তরঃ ২ টি।

২৪। বরগুনা জেলায় আদর্শ গ্রাম কয়টি?

উত্তরঃ ৭ টি।

২৫। বরগুনা জেলায় কি কি কৃষি পণ্য আছে?

উত্তরঃ ধান, রবিশস্য, ডাল, মরিচ, আলু,

কুমড়া, তরমুজ ইত্যাদি।

২৬। বরগুনা জেলায় ফসলী জমির পরিমাণ

কত?

উত্তরঃ এক ফসলীঃ ৩৭৩৩১ হেক্টর, দো-

ফসলীঃ ৩৭৭৫০ হেক্টর, তিন ফসলীঃ ২৯০০০

হেক্টর।

২৭। বরগুনা জেলায় সাময়িক পতিত জমির

পরিমাণ কত?

উত্তরঃ ৩৩৪০০ হেক্টর।

২৮। বরগুনা জেলায় স্থায়ী পতিত জমির

পরিমাণ কত?

উত্তরঃ ১০০০হেক্টর।

২৯। বরগুনা জেলায় মোট ফসলী জমির

পরিমাণ কত?

উত্তরঃ ১,৯৯,৮৩১ হেক্টর।

৩০। বরগুনা জেলায় মোট নীট ফসলী জমির

পরিমাণ কত?

উত্তরঃ ১০৪০৮১ হেক্টর।

৩১। বরগুনা জেলার দর্শনীয় স্থানসমূহ কি

কি?

উত্তরঃ ফাতরার চর, আশার চর, হরিণঘাটা

বনাঞ্চল ও লালদিয়ার চর ও সমুদ্র সৈকত,

রাখাইন পল্লী তালতলী, বিবিচিনি

শাহী মসজিদ, সোনাকাটা ফরেস্ট,

ছোনবুনিয়া, মাঝেরচর।

৩২। বরগুনা জেলার বিখ্যাত ব্যাক্তিদের

নাম কি কি?

উত্তরঃ ১। অধ্যাপক সৈয়দ ফজলুল হক। জন্মঃ

৮জুলাই, ১৯২০ সালে। তিনি ১৯২০ সালের

৮ই জুলাই মাসের ৮ তারিখ বরগুনা জেলার

পাথরঘাটা থানায় রায়হানপুর গ্রা্মে

জন্মগ্রহণ করেন এবং ২০০৫ সালের ১২ই

ফেব্রুয়ারী মৃত্যুবরন করেন।

২। জনাব সেলিনা হোসেন । তিনি ১৯৪৭

সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ

করেন। স্থায়ী ঠিকানা: গ্রাম-

ভাইজোড়া, ডাকঘর- ডৌয়াতলা,

উপজেলা- বামনা, জেলা- বরগুনা

৩। শাহজাদা আবদুল মালেক খান । তিনি

বরগুনা জেলার বেতাগী থানার

কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবং

২০০৭ সালের এপ্রিল মাসের ১ তারিখ

তিনি মৃত্যুবরণ করেন।

সাধারণ তথ্যাবলী:

১.প্রতিষ্ঠাকাল ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪

২.আয়তন ১৯৩৯.৩৯ বর্গ কি:মি:          

৩.সীমানা উত্তরে ঝালকাঠী, পটুয়াখালী ও বরিশাল জেলা;  দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ।

৪.যোগাযোগ ব্যবস্থা প্রধানত: নদীপথে লঞ্চযোগে এবং সড়ক পথে ।

৫.জনসংখ্যা ৮,৯২,৭৮১ জন       ২০১১ সনের আদমশুমারী অনুযায়ী

৬. ১. পুরুষ: ৪,৩৭,৪১৩ জন           ২. মহিলা : ৪,৫৫,৩৬৮ জন 

৭.জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি:মি: ৪৬০ জন 

৮. প্রধান নদী  পায়রা, বিষখালী,বলেশ্বর, খাকদোন

 

খ. প্রশাসনিক কাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থা:

 

১. উপজেলা ০৬ টি  বরগুনা সদর, আমতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও তালতলী

২ .থানা ০৬ টি  বরগুনা সদর, আমতলী, বামনা, বেতাগী, পাথরঘাটা ও তালতলী

৩. পৌরসভা ০৪ টি বরগুনা সদর, আমতলী, বেতাগী ও পাথরঘাটা

৪. ইউনিয়ন পরিষদ ৪২ টি।

বরগুনা সদর : ১০টি; 

আমতলী : ০৭টি; 

বামনা : ০৪ টি, 

বেতাগী :০৭টি, 

পাথরঘাটা :০৭ টি 

তালতলী : ০৭ টি

৫.গ্রাম সংখ্যা ৫৬০ টি  

 

গ. নির্বাচন সংক্রান্ত তথ্যাবলী:

 

১  সংসদীয় আসন ১০৯-বরগুনা-১(বরগুনা সদর, আমতলী ও তালতলী) 

১১০-বরগুনা-২(বামনা, পাথরঘাটা ও বেতাগী)

২. ভোটার   ৬,৬২,৩৭৫ জন      

৩. পুরুষ ভোটার ৩,২৬,৯০৭ জন      

৪. মহিলা ভোটার ৩,৩৫,৪৬৮ জন     

 

ঘ. কৃষি সংক্রান্ত তথ্যাবলী:

১.কৃষি পণ্য  ধান, রবি শস্য, ডাল, মরিচ, আলু, কুমড়া, তরমুজ ইত্যাদি 

২. ফসলী জমির পরিমাণ  এক ফসলী : ১৭৭০২ হেক্টর, দো-ফসলী: ৩৫১৪৯ হেক্টর, তিন ফসলী: ৫১৩৮০ হেক্টর

৩.সাময়িক পতিত জমির পরিমাণ ৭০০ হেক্টর

৪.মোট কৃষি  জমির পরিমাণ     ১,০৪,২৩১ হেক্টর কৃষক

 পরিবারের সংখ্যা   ১,৬৫,৯১৯ টি

৬.খাদ্য উৎপাদন  ২,৮০,২৩০  মে:ট:

৭.উদ্ধৃত্ত খাদ্যের পরিমান           ১,২০,৯৭৬  মে. ট:

 

ঙ. শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী:

 

১. শিক্ষার হার (%)     ৬২.১ % 

২. শিক্ষা প্রতিষ্ঠান       ১৩৩২ টি 

৩. কলেজ    ২৪ টি      সরকারি ২টি, বেসরকারি ২২টি

৪. মাধ্যমিক বিদ্যালয়   ১৫০ টি    সরকারি ২টি, বেসরকারি ১৪৮টি

৫. প্রাথমিক বিদ্যালয়   ৮১৪ টি    সরকারি ৮১৪ টি

৬.মাদ্রাসা  ৩৩৯ টি   উচ্চতর ১৩৬ টি, এবতেদায়ী ২০৩টি

৭.বি.এড কলেজ ০১ টি      বেসরকারি

৮.পি.টি.আই    ০১ টি      সরকারি

৯. পলিটেকনিক ইন্সটিটিউট  ০১ টি   সরকারি

১০.টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ    ০১ টি সরকারি

১১.টেক্সটাইল ভোকেশনাল ইন্সটি: ০১ টি সরকারি

 

 চ. স্বাস্থ্য বিষয়ক তথ্যাবলী:

১.আধুনিক হাসপাতাল  ০১ টি ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, তবে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।

২.উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স         ০৫ টি    

৩.ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ০৮ টি    

৪. কমিউনিটি ক্লিনিক   ১২৩ টি   

৫.কর্মরত চিকিৎসকের সংখ্যা ৩২ জন   জেলায় মোট ১৩৪ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

 

 ছ.  বিদ্যুৎ পরিস্থিতি:

১. গ্রাহক সংযোগ (২০০৯-২০১৭)  ৬৭,৫৭৮ টি

২. লাইন নির্মান( কি:মি:)(২০০৯-১৭)   ১২৪৪ কি.মি.

৩. বিদ্যুৎ সুবিধাভোগী জনগন      ২,৫৪,৬৯৬ জন

 

জ. সামাজিক নিরাপত্তা বেষ্টনী:

 ১. একটি বাড়ী একটি খামার প্রকল্প সমিতির সংখ্যা  ৪৩৮ টি

                        সদস্য সংখ্যা          ২৪৫৮০ জন

                        মোট সঞ্চয়            ১০,৩০,৪৬০০০ টাকা

                         বিতরণ   ৩৪,৩৬,৬১০০০ টাকা

২.বয়স্ক ভাতা উপকার ভোগীর সংখ্যা -২৫৮৩৩ জন,  বার্ষিক বরাদ্দ-১৫,৪৯,৯৮০০০/-

৩. বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলা ভাতা উপকার ভোগীর সংখ্যা ১২৪৮৩ জন,  বার্ষিক বরাদ্দ-৭,৪৮,৯৮০০০/-

৪. অসচ্ছল প্রতিবন্ধীভাতা উপকার ভোগীর সংখ্যা ৬৫৪৯ জন, বার্ষিক বরাদ্দ-৫,৫০,১১৬০০/-

ঝ. মৎস্য উৎপাদন :

১.নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা    ৪৫,৬২১ জন

২.নিবন্ধিত যান্ত্রিক নৌযানের সংখ্যা  ২০৫ টি

৩. ইলিশের উৎপাদন (২০১৬-১৭)  ৭২,২৫০ মে.ট. ( দেশের উৎপাদিত মোট ইলিশের ১৩% বরগুনা জেলায় আহরণ করা হয়।

৪.মাছের মোট উৎপাদন (২০১৬-১৭)    ৯২,০০৩ মে. ট.

৫. উদ্ধৃত্ত মাছের পরিমান (২০১৬-১৭), ৭২,২০৫ মে. ট.

৬. মৎস্য অবতরণ কেন্দ্র ০১ টি, সরকারি ( পাথরঘাটা)।

 ঞ. যোগাযোগ ব্যবস্থা:

১. সড়কের শ্রেণী  সড়কের দৈর্ঘ্য  পাকা সড়ক  কাঁচা সড়ক

২. উপজেলা সড়ক  ৪৬৪ কি.মি., ৩৫২ কি.মি , ১১২ কি.মি.

৩.  ইউনিয়ন সড়ক ৫৬৮ কি.মি., ৩৩৬ কি.মি., ২৩২ কি.মি.

৪.নদী পথ-২৫০ নটিক্যাল মাইল।

 

ট . দূর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাবলী:

১. ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ৩৩৫ টি

২. মাটির কিল্লা           ০৪ টি

৩. আদর্শ গ্রাম            ০১ টি

৪. সি.পি পি প্রকল্পের আওতাধীন স্বেচ্ছাসেবকের সংখ্যা ৭০০০ জন, তম্মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত হলো ১৪০০ জন।

 

ঠ.  ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যাবলীঃ-

 ১.ইউনিয়ন ভূমি অফিস ২৪ টি

২.মৌজা ২৫৯ টি

৩.আশ্রায়ন প্রকল্প ৪২ টি

৪.হাট-বাজার ১১৫ টি

 

ড. বনভূমি সংক্রান্ত তথ্যাবলী:

১.সংরক্ষিত বন ভূমি  ৩০,৫৩৩.৯০ একর।

২.সামাজিক বনায়ন বাঁধ, সড়ক জনপদ, সংযোগ সড়ক-৮০৫.৫০ কি. মি.,ডাইক বাগান-২৭ হেক্টর,মাউন্ট বাগান-৩৫ হেক্টর

৩.সামাজিক বনায়নে মোট উপকার ভোগীর সংখ্যা ৪৪২১ জন। এর মধ্যে ৬৯৪ জন উপকারভোগীর মাঝে ২৭,৯৮,০২৩ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

 

ঢ. অন্যান্য তথ্যাবলী:

১.মুক্তিযোদ্ধার সংখ্যা  ১২৫০ জন

২.ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৭৬০টি, মন্দির-১৪৪টি, গীর্জা-০১টি, প্যাগোডা-১৮টি 

৩.এনজিও’র সংখ্যা ৮৩টি

৪.দর্শনীয় স্থান টেংরাগিরী  ইকো পার্ক, রাখাইন পল্লী, হরিণঘাটা, লালদিয়ার চর, সোনাকাটা পর্যটন কেন্দ্র, বিবিচিনি শাহী মসজিদ।



সুত্র: বরগুনা জেলার ওয়েব সাইট থেকে।


Post a Comment

0 Comments