দুর্ঘটনায় বিচ্ছিন্ন মানুষের অঙ্গ পুণঃসংযোজন সম্ভব?

সঠিকভাবে সংরক্ষণ করে মাইক্রোসার্জারি করতে সক্ষম এমন প্লাস্টিক সার্জনের সহায়তায় রিপ্লান্টেশনের মাধ্যমে কাটা হাত-পা-আঙুল পুণঃসংযোজন সম্ভব।

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেন

এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচেয়ে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পূর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

বিচ্ছিন্ন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি বরফপূর্ণ বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষণ করতে হবে।যদি বরফপূর্ণ বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি হিমায়িত করে সংরক্ষন করা যাবে।

বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি। পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।

অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে অঙ্গ সংরক্ষণ করে পৌঁছাতে হবে।

Post a Comment

0 Comments