পুরুষের তুলনায় মহিলাদেরই বেশি হয় ইউরিন ইনফেকশন,

 Causes of UTIs in Women: পুরুষের তুলনায় মহিলাদেরই বেশি হয় ইউরিন ইনফেকশন, এই ৭ কারণেই মূত্রনালীতে বাড়ে জীবাণু

What causes a UTI in a Woman: আমাদের কিডনি থেকে শুরু করে মূত্রদ্বার পর্যন্ত যে কোনও ইনফেকনশকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বা ইউরেথ্রাইল ইনফেকশন। এবার দেখা গিয়েছে যে পুরুষের তুলনায়ী নারী শরীরে এই ইউরিনারি ইনফেকশন (Urine Infection) বেশি হয়। মহিলাদের ইউরিন ইনফেকশনের অনেক কারণ থাকে (Causes of UTIs in Women)। বলা হয় যে মহিলাদের সবথেকে বেশি হওয়া ইনফেকনশনের মধ্যে একটি হল ইউরিন ইনফেকশন।

এনসিবিআই-এর রিপোর্ট বলছে যে প্রতি ৩ জনে ১ মহিলার ২৪ বছর বয়সের মধ্যে ১ বার হয়ে থাকে ইউরিন ইনফেকশন। আর জীবনের শেষে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ৫০ শতাংশ মহিলার জীবনে অন্তত একবার হয়ে থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাই সতর্ক হয়ে যাওয়া খুবই জরুরি।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে প্রস্রাব করতে গেলে জ্বালা, ব্যথা, বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাবে রক্ত ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে। এমন ক্ষেত্রে সচেতন হয়ে চিকিৎসকের কাছে যান।

সকলেই মোটামুটি জানেন যে মহিলাদের ইউরিন ইনফেকশন হয় বেশি। তবে কেন এই সমস্যা হয়, কী কী কারণে ইউরনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি, এর উত্তর কিন্তু অনেকের কাছেই নেই। তাই তা জেনে নিতে হবে।

​১. মহিলাদের ইউরিনারি ট্যাক্ট তৈরি আলাদা রকমভাবে (Urinary Tract Build Differently)

অফিস অব ওমেন হেলথ জানাচ্ছে, মহিলাদের ইউরেথ্রা বা মূত্রদ্বারের কিছুটা অংশ অনেক ছোট হয়। এই কারণে ব্যাকটেরিয়া সহজেই পৌঁছে যেতে পারে এই অংশে। এই কারণে মহিলাদের সমস্যা বেশি হয়।

​২. কিডনি স্টোন থেকে ইউটিআই হতে পারে (Kidney Stone)

আসলে কিডনিতে স্টোন থাকলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়। স্টোন থাকলে প্রস্রাবের পথে বাধা তৈরি হয়। এই পরিস্থিতিতে মূত্র নির্গত না হতে পারলে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু ওই অংশে জমা হতে থাকে। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করুন।

​৩. যৌন সম্পর্কের জন্যও হতে পারে ইউটিআই

আসলে দেখা গিয়েছে যৌনসম্পর্ক তৈরি করার সময় একে অপরের তরল শরীরের ওই অংশে পৌছে যেতে থাকে। এছাড়া এই সময় মূত্রদ্বারের ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ায় সম্ভব। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এক্ষেত্রে সেফ সেক্স বেশি ভালো।

​৪. টয়লেট ব্যবহারের সময় ভুল এই সমস্যা বাড়ায় (Using Toilet)

২০২১ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্লিনিক্যাল প্র্যাকটিসে বলা হয়েছে যে ৭১৯ জনের মধ্যে ৬১.৯ শতাংশ মহিলাদের মধ্যে ভুল উপায়ে টয়লেট পেপার ব্যবহারের কারণে সমস্যা হয়। এবার এটা যে কারও সঙ্গে হতে পারে। তাই সতর্ক হয়ে যেতে হবে। তবেই সুস্থ থাকবেন।

​৫. প্রস্রাব ধরে রাখলে ইউরনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় (Holding Pee)

অনেক মহিলার অভ্যাস রয়েছে ইউরিন ধরে রাখার। ইউরিন ধরে রাখলে সেই জায়গায় ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু নিজেকে বাড়ানোর সময় পেয়ে যায়। ফলে সমস্যা তৈরি হয়। তাই বলা হয় ৩ ঘণ্টার বেশি সময় প্রস্রাব না ধরে রাখার জন্য। এর থেকে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে যান। তবেই সুস্থ থাকতে পারবেন।

এছাড়াও- ৬. অনিয়ন্ত্রিত ডায়াবিটিস থেকে এই সমস্যা হতে পারে। ৭. পাশাপাশি দেখা গিয়েছে যে টাইট আন্ডারগারমেন্ট পরলেও এই সমস্যা হয়। তাই সতর্ক হয়ে যান।

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Source: এই সময়

Post a Comment

0 Comments