সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসে জন্মগ্রহণকারী এক পণ্ডিত, শিক্ষক এবং দার্শনিক।পৃথিবীর ইতিহাসে তিনি আলোচিত, নন্দিত হয়েছেন যুক্তি ও মুক্তবুদ্ধি চর্চার জনক হিসেবে। প্রকৃতপক্ষে সক্রেটিসই পৃথিবীর প্রথম দার্শনিক ও চিন্তাবিদ যাকে তার চিন্তা, দর্শনের জন্য মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল।সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৭০ সালে গ্রিসের এথেন্স নগরীতে জন্মগ্রহণ করেছিলেন।এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবল মাত্র তার শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফন এর রচনা থেকে।
সক্রেটিসকে মুখ্যত গণতন্ত্রবিরোধী হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি এথেন্সের প্রচলিত দেবতাদের অস্তিত্ব অস্বীকার করে নতুন দেবতার প্রবর্তন করতে চাইছেন। দ্বিতীয়ত তিনি দেশের যুবসমাজকে ভ্রান্ত পথে চালিত করেছেন। সক্রেটিসকে যে বিচারের সম্মুখিন করা হয়েছিল, সেখানে ৫০০ জুরি ছিলো এবং তাদের মধ্যে সক্রেটিসের দণ্ড নির্ণয়ের ব্যাপারে অনেক তর্ক চলেছিল।
যদিও প্রকৃত অর্থে তিনি গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন না। এ বিষয়ে সক্রেটিসের ছাত্র প্লেটোর লেখা অসাধারণ গ্রন্থ রয়েছে। এই কারণে প্লেটো গণতন্ত্রের পরিবর্তে দার্শনিক পরিচালিত রাষ্ট্র চেয়েছেন তাঁর প্রসিদ্ধ গ্রন্থ রিপাবলিকে।
সক্রেটিস ছিলেন সম্পূর্ণ মুক্ত চিন্তাশীল।কোনো কিছুকেই তিনি স্বতঃসিদ্ধ বলে মেনে নেননি৷ সমস্ত কিছুর মহত্ত্ব , গুরুত্ব ও পবিত্রতা সম্বন্ধে তিনি প্রশ্ন করেছেন , সমস্ত কিছুকেই বিচার বিশ্লেষণ করতে চেয়েছেন ৷ যে গণতন্ত্রের জন্য আথেন্সের সংগ্রাম , সেই গণতন্ত্রের নানা দিক সম্বন্ধেও তিনি প্রশ্ন তুলেছেন৷ তার ফলে তিনি রাষ্ট্রের শাসকশ্রেণীর জন্য বিপজ্জনক ব্যক্তি হয়ে দাঁড়িয়েছিলেন৷
সেই সময়ে এথেন্সে ডেমোক্রেসি প্রচলিত ছিল, তিনি সেই ডেমোক্রেসির বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র সম্পর্কে তার মূল্যায়ন ছিল-
১। গণতান্ত্রিক পদ্ধতিতে অযোগ্য ব্যক্তিও শাসক হিসাবে নির্বাচিত হতে পারে।
২। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসকও ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর স্বৈরাচারী হয়ে দেখা দিতে পারে।
সক্রেটিস বলতেন, সুযোগ্য ব্যক্তির রাষ্ট্রক্ষমতা লাভ করা উচিৎ। তিনি তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে প্রশ্ন করতেন, "আমি যদি জুতা মেরামত করতে চাই, তাহলে আমি কাকে নিয়োগ দেব?" ছাত্র-ছাত্রীরা সাদামাটা উত্তর দিত, "হে সক্রেটিস, মুচিকে"। এইরুপে কাঠের কাজের জন্য কাঠমিস্ত্রি, লোহার কাজের জন্য কামার, স্বর্নের কাজের জন্য স্বর্ণকারের কাছে যাব। সবশেষে সক্রেটিস তার ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করতেন, "রাষ্ট্র পরিচালনার ভার কার উপর ন্যস্ত হবে?" এই প্রশ্নে স্পষ্ট ইঙ্গিত ছিল যে, যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তারা আসলে রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়। যার ফলে, তদানিন্তন শাসকবৃন্দ যারা কিনা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছিল তাদের রোষানলে পড়েন সক্রেটিস।
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।