ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা এবং আয়তনঃ-ইউরোপ মহাদেশ আয়তনে ৬ নম্বরে থাকলেও এর জনসংখ্যার দিক দিয়ে ৩য় স্থানে আছে। ইউরোপের আয়তন ৩৯,৯৭,৯২৯ বর্গ মাইল বা (১,০৩,৫৪,৬৩৬ বর্গকিলোমিটার)। এবং মোট জনসংখ্যা ৭৩,৮৮,৪৯,০০০ জন।
|
ইউরোপ মহাদেশের আয়তন ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিমি যা পৃথিবীর মোট আয়তনের ৬.৮ শতাংশ। » ইতালিকে বিশ্বের ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কারণ ইতারির মধ্য ভ্যাটিকান ও স্যান মেরিনো রাষ্ট্র দুটি অবস্থিত। » ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া (আয়তন: ১ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৪০০ বর্গ কিমি) এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি (আয়তন: ০.৪৪ বর্গ কিমি যা বিশ্বের ক্ষুদ্রতম), সর্বোচ্চ বিন্দু মাউন্ট এলব্রাস, সর্বনিম্ন বিন্দু কাস্পিয়ান সাগর। » ইউরোপের দীর্ঘতম পর্বতমালা আল্পস পর্বতমালা এবং দীর্ঘতম নদী ভলগা (দৈর্ঘ্য: ৩,৬৯২ কিমি)। » ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনাকে এবং ককপিট বলা হয় বেলজিয়ামকে। » পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। » ইউরোপের মোট স্বাধীন দেশের সংখ্যা ৪৮ টি। » নিম্নে দেশগুলোর নাম, রাজধানী, মুদ্রা, ভাষা এবং পতাকা দেওয়া হলো। | | ইউরোপ মহাদেশ | পূর্ব ইউরোপ |
---|
|
০১ | আজারবাইজান | বাকু | মানাত | আজারবাইজানী | ০২ | আর্মেনিয়া | ইয়েরেভান | ড্রাম | আর্মেনিয়ান | ০৩ | এস্তোনিয়া | তল্লিন | ইউরো | এস্তোনিয়ান, রুশ | ০৪ | রাশিয়া | মস্কো | রুবল | রুশ | ০৫ | ইউক্রেইন | কিয়েভ | রিভনিয়া | ইউক্রোনিয়ান | ০৬ | লিথুনিয়া | বেলারুশ | লিতাস | লিথুনিয়ান, রুশ | ০৭ | বেলারুশ | মিনস্ক | রুবল | বেলারুশ, রুশ | ০৮ | জর্জিয়া | তিবলিসি | ল্যারি | জর্জিয়ান, রুশ | ০৯ | মলদোভা প্রজাতন্ত্র | কিসিনেভ | লিউ | রুমানিয়ান | ১০ | লাটভিয়া | রিগা | লাটস | লাটভিয়া, রুশ | দক্ষিণ ইউরোপ |
---|
|
১১ | ভাটিকান | ভ্যাটিকান সিটি | | ইটালিয়ান ও ল্যাটিন | ১২ | অ্যানডোরা | অ্যানডোরা লা ভেলা | ইউরো | ক্যাটালন | ১৩ | বুলগেরিয়া | সোফিয়া | লেভ | বুলগেরিয়া | ১৪ | গ্রীস | এথেন্স | ড্রাকমা/ ইউরো | গ্রীক | ১৫ | স্যান ম্যারিনো | স্যান ম্যারিনো | ইটালিয়ান লিরা | ইটালিয়ান | ১৬ | স্পেন | মাদ্রিদ | পেসেটা/ ইউরো | স্পেনিশ | ১৭ | মেসিডোনিয়া | স্কেপজা | দিনার | মেসিডোনিয়ান | ১৮ | সার্বিয়া | বেলগ্রেড | নিউ দিনার | সার্বি-কোয়েশিয়ান | ১৯ | মন্টিনিগ্রো | পোডগোরিকো | ইউরো | সার্ব-কোয়েশিয়ান | ২০ | আলবেনিয়া | তিরানা | লেক | আলবেনিয়ান | ২১ | বসনিয়া-হারজেগোভিনা | সারায়েভো | মার্ক | সার্ব-কোয়েশিয়ান | ২২ | ক্রোয়েশিয়া | জাগরেব | কুনা | ক্রোয়েশিয়ান | ২৩ | ইতালি | রোম | লিরা/ ইউরো | ইটালিয়ান | ২৪ | স্লোভেনিয়া | লুবজানা | ইউরো | স্লোবেনিয়ান | ২৫ | মান্টা | ভ্যালেটা | ইউরো | মালতিস | ২৬ | রুমানিয়া | বুখারেস্ট | লিউ | রুমানিয়ান | ২৭ | কসোভো | প্রিস্টিনা | ইউরো | আলবেনীয় ও সার্বীয় | ২৮ | পর্তুগাল | লিসবন | ইসকুডু/ ইউরো | পর্তুগীজ | উত্তর ইউরোপ |
---|
|
২৯ | নরওয়ে | অসলো | ক্রোনা | নরওয়েজিয়ান | ৩০ | আইসল্যান্ড | রিকজাভিক | আইসল্যান্ডক ক্রোনা | আইসল্যান্ডিক | ৩১ | সুইডেন | স্টকহোম | সুইডিস ক্রোনা | সুইডিস | ৩২ | ডেনমার্ক | কোপেন হেগেন | ডেনিস ক্রোনা | ডেনিস | ৩৩ | ফিনল্যান্ড | হেলসিংকি | মারক্কা/ ইউরো | ফিনিস | মধ্য ইউরো |
---|
|
৩৪ | চেক রিপাবলিক | প্রাগ | চেক কোরুনা | ক্রাউন | ৩৫ | হাঙ্গেরী | বুদাপেস্ট | ফরেন্ট | হাঙ্গেরীয়ান | ৩৬ | স্লোভিাকিয়া | ব্রাটিস্লাভা | ইউরো | স্লোবাক | ৩৭ | অস্টিয়া | ভিয়েনা | শিলিং/ ইউরো | জার্মানী | ৩৮ | পোল্যান্ড | ওয়ারশ | জেলেচি | পোলিশ | পশ্চিম ইউরোপ |
---|
|
৩৯ | ফ্রান্স | প্যারিস | ফরাসি ফ্রাংক/ ইউরো | ফরাসি | ৪০ | জার্মানি | বার্লিন | ডয়েস মার্ক/ ইউরো | জার্মান | ৪১ | লিচেনস্টাইন | ভাদুস | সুইস ফ্রাঙ্ক | আইরিশ | ৪২ | মোনাকো | মোনাকো | ইউরো | ফরাসি, ইটালিয়ান | ৪৩ | সুইজারল্যান্ড | বার্ন | সুইস ফ্রাঙ্ক | জার্মান | ৪৪ | বেলজিয়াম | ব্রাসেলস | বেলজিয়ান ফ্রাংক/ ইউরো | ডাচ, ফরাসি | ৪৫ | আয়ারল্যান্ড | ডাবলিন | আইরিশ পাউন্ড/ ইউরো | আইরিশ | ৪৬ | লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ | লুক্সেমবার্গ ফ্রাংক/ ইউরো | লুক্সেমবাগীস | ৪৭ | নেদারল্যান্ড | আমস্টারডাম | গিন্ডার/ ইউরো | ডাচ | ৪৯ | যুক্তরাজ্য | লন্ডন | পাউন্ড স্টারলিং | ইংরেজি |
| আর্মনিয়া | এস্তোনিয়া | রাশিয়া | ইউক্রেইন | লিথুনিয়া | বেলারুশ | জর্জিয়া | লাটভিয়া | বুলগেরিয়া | গ্রীস | আলবেনিয়া | মেসিডোনিয়া | স্পেন | বসনিয়া-হারজেগোভিনা | ক্রোয়েশিয়া | ইতালি | স্নোভেনিয়া | সার্বিয়া | ডেনমার্ক | অ্যানডোরা | আইসল্যান্ড | নরওয়ে | ভাটিকান | কসোভো | সুইডেন | পর্তুগাল | ফিনল্যান্ড | চেক রিপাবলিক | হাঙ্গেরী | স্লোভিাকিয়া | অস্টিয়া | পোল্যান্ড | ফ্রান্স | জার্মানি | বেলজিয়াম | আয়ারল্যান্ড | লুক্সেমবার্গ | নেদারল্যান্ড | যুক্তরাজ্য | ভানুয়াতু | মান্টা | রোমানিয়া | | | | | |
|
|
ইউরোপের বড় গর্বের বিষয় হল এর প্রাকৃতিক সৌন্দর্য। এবং বিশ্বের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দেশের দাবী রাখে এ মহাদেশ। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, আয়তন ৬৬ লক্ষ বর্গমাইল, এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। যার আয়তন মাত্র ১০৯ একর।
ইউরোপ মহাদেশের দেশসমূহ :-
0 Comments
আপনার মতামতের জন্য ধন্যবাদ।