কেন ইসলাম ধর্মে নারীদের পুরো শরীর ঢাকতে হবে?

পোশাক আবিষ্কারের পূর্বে তারা কিভাবে পুরো শরীর ঢাকতো?

সংবেদনশীল পোস্ট কারো কারো জন্য অস্বস্তির কারণ হতে পারে, চাইলে এড়িয়ে যেতে পারেন!

এই ছবির জিনিসটা চেনেন নিশ্চয়ই, আপনি একজন বুদ্ধিমান কাস্টমার দোকানে গেলেন ছবির জিনিসটা কেনার জন্য। এখন দোকানদার আপনার সুবিধার্থে কিছু কলা (ছবির জিনিস) আগ থেকেই খোসা ছাড়িয়ে রেখেছেন। আপনি কলা চাইলেন আর দোকানদার আগের থেকে ছিলানা কলাগুলো আপনাকে দিয়ে দিলেন আর তা হাতে করে নিয়ে বাসায় চলে আসলেন অথবা সেখানেই খেলেন আপনি তো অনেক বুদ্ধিমান তাই না? আচ্ছা কোনো বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ কি ছোলানো কলা টাকা দিয়ে কিনবে? কেন কিনবে না কারণ এটা আমাদের পক্ষে রুচিসম্মত নয় নিরাপদ নয় খোসা ছড়িয়ে রাখার কারণে গুণগতমান হারিয়েছে, সময় বাড়ার সাথে সাথে অস্বাস্থ্যকর হয়ে যাবে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার সংক্রমনে এটা আমরা জানি। এটা একটা উদাহরণ, আপনাকে পোশাক বা কভারের গুরুত্ব বুঝানোর চেষ্টা করছি।

যানি উদাহরণটা আপনার পছন্দ হয় নি হয়তোবা।

যাইহোক আরেকটা উদাহরণ দিচ্ছি, বাজারে বিভিন্ন পণ্য বেচাকেনা হয় কিছু পণ্য থাকে প্যাকেটজাত আবার কিছু পণ্য খোলা পাওয়া যায়। কিন্তু খোলা পণ্যের চাইতে প্যাকেটজাত পণ্যের দাম বেশি হয়ে থাকে এ কারণ কি? আপনি অবগত আছেন নিশ্চয়ই। প্যাকেটে থাকা পণ্য বাহিরের ধুলোবালি ময়লা রোগজীবাণু থেকে সুরক্ষিত থাকে আপনাকে পোশাক বা কভারের গুরুত্ব বুঝানোর চেষ্টা করছি।

এই জিনিস চেনেন নিশ্চয়ই,👇👇

এর একটা পাতলা আবরণ যুক্ত খোসা আছে যা দিয়ে পুরো শরির ঢেকে রাখে। কিন্তু এই পাতলা আবরণ যুক্ত খোসা শরির থেকে খুলে নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে এর কারণ কি? অথচ এই খোসা নামক আবরণ শরীরে থাকলে দির্ঘদিন সুরক্ষিত থাকে। তাহলে শরীর পোশাক বা আবরণ দ্বারা আবৃত থাকলে সুরক্ষিত থাকা যায়। আপনাকে পোশাকের গুরুত্ব বুঝানোর চেষ্টা করছি।

ডাক্তার যখন কোনো রুগীকে অপারেশন করতে যান অপারেশন করার পূর্বে তারা "পিপিই" পরিধান করে থাকেন "পিপিই’ বলতে আসলে ‘পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট’কে বোঝায়। সাধারণ ভাষায় কর্মক্ষেত্রে অথবা ব্যক্তিজীবনে বিভিন্ন স্বাস্থ্যজনিত ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ যেসব পোশাক বা সরঞ্জাম পরিধান করি, সেগুলোকেই সংক্ষেপে ‘পিপিই’ বলে। তাহলে পোশাকের ভিতর নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা বিদ্যমান প্রমানিত। আপনাকে পোশাকের গুরুত্ব বুঝানোর চেষ্টা করছি

এখন বুঝতে পেরেছেন নিশ্চয়ই কেন নারীদের পুরো শরীর ঢাকতে হবে? পোশাক হচ্ছে নারীর " পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়িপমেন্ট - বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।শালীন পোষাক নারীর আভিজাত্যের প্রতিক। শালীনতা পোশাক নারীর অধিকার।

পোশাক কি শুধু কাপড় দ্বারাই হতে হবে এমনতো কথা নয়। আমরা ইতিহাস থেকে জানতে পারি আগেকার যুগের মানুষ গাছের পাতা, গাছের ছাল, পশুর চামড়া দ্বারা পোশাক তৈরি করে পরিধান করতো। এখনো অনেক দেশে আছে বিশেষ করে আদিবাসীদের, বন্য মানুষদের দেখা যায় মিডিয়ার সুবাদে।

এখনো যদি আপনাকে বুঝাতে না পারি, তাহলে আমি আপনাকে বুঝাতে অক্ষম।

অনেক সময় ব্যয় করে লিখেছি যদি ভালো লাগে উপকৃত হন তাহলে আপভোট দিতে অপরকে দেখার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments